নেতানিয়াহুর বাড়ির বাগানে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৮
নেতানিয়াহুর বাড়ির বাগানে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে শনিবার ওই হামলা চালানো হয়।


এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু এবং তার পরিবারের কেউ ওই বাড়িতে ছিল না এবং বোমা হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।


রোববার (১৭ নভেম্বর) এক্স পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স পোস্টে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং তদন্ত করার নির্দেশ দিয়েছেন।


দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে।


এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তবে সে সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু।


২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের উত্তরে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে সংগঠনটি পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি।


সূত্র : রয়টার্স


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com