জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ, মুখ ঢাকলে জরিমানা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৯:৩৫
জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ, মুখ ঢাকলে জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস হয়েছে। নতুন আইন অনুযায়ী, দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানা গুণতে হবে নারীদের। আগামী ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।


বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সরকার জানায়, পাবলিক প্লেসে নারীরা বোরকা পরতে বা মুখ ঢেকে রাখতে পারবেন না। মুখ ঢেকে রাখলে নারীদের জরিমানার মুখোমুখি হতে হবে।


সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে ও যারা এ আইন অমান্য করবে, তাদের ১ হাজার সুইস ফ্রাংক (১ হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান।


তবে এ নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক ও কনস্যুলার ভবন, উপাসনালয় ও অন্যান্য পবিত্র স্থানে প্রযোজ্য হবে না।


বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ কেবল তখনই ঢাকা যাবে যখন তা স্বাস্থ্য, নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে প্রয়োজনীয় হবে। এছাড়া শৈল্পিক কাজ, বিনোদন ও বিজ্ঞাপনেও এটি ব্যবহার করা যাবে। মতপ্রকাশ ও সমাবেশে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্যও অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখা যাবে।


প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির জনগণ বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়।


এদিকে, বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল। সূত্র: রয়টার্স


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com