ইসরাইলি হামলায় লেবাননে শিশুসহ নিহত ৪০
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১০:১৫
ইসরাইলি হামলায় লেবাননে শিশুসহ নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের বিমান হামলায় লেবাননে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর রয়টার্সের।


শনিবার (৯ নভেম্বর) দক্ষিণ বৈরুতের উপশহরে ইসরাইলের ভারী বোমাবর্ষণের পর এ প্রাণহানির খবর জানা গেল।


এর আগে শুক্রবার রাতে উপকূলীয় শহর টায়ারে দখলদার বাহিনীর হামলায় সাতজন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলি সামরিক বাহিনী শহরটির বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশ দিলেও শুক্রবারের হামলার আগে কোনো সতর্কতা জারি করেনি।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখনো উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধারকৃত দেহাংশগুলো শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।


শনিবার বালবেক শহরের আশেপাশে ইসরাইলের হামলায় আরও ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। তবে, এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক বছরে ইসরাইলের হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী এবং ১৯৪ জন শিশু রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com