
দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি রেলস্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন আরও অর্ধশতাধিক।
এই হামলার ফলে বেলুচিস্তানের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতিতে আরও অস্থিরতা সৃষ্টি হয়েছে।
কোয়েটার কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল এবং এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার (এলইএ) সদস্যরাও শহিদ হয়েছেন।
এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি কোয়েটার জনগণকে রক্তদান করার আহ্বান জানিয়েছেন। কেননা শহরটির সিভিল হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে এবং রক্তের ঘাটতি দেখা দিয়েছে।
দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। গিলানি এই ঘটনাকে ‘মানবতার শত্রুদের’ কাজ বলে আখ্যায়িত করেছেন এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
অন্যদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি আইন-শৃঙ্খলা বিষয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
এদিকে এই হামলার পর, পাকিস্তানের অন্যান্য প্রদেশের নেতারাও তাদের শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সূত্র: জিও নিউজ
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]