যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৭
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার বাড়ার মধ্যে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। দেশটি দুই ডজনের বেশি যুদ্ধবিমান কিনেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।


৮ নভেম্বর, শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘মার্কিন বিমান বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ঈগলস যুদ্ধবিমান ইংল্যান্ডের আরএএফ লেকেনহিথ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন (মধ্যপ্রাচ্য) এলাকায় পৌঁছেছে’।


এর আগে, গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে, তারা মধ্যপ্রাচ্যে বোম্বার, যুদ্ধবিমান, ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে।


পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান, তার অংশীদার বা তার প্রক্সিরা যদি এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা অঞ্চলকে টার্গেট করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে।


এদিকে ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৫টি অত্যাধুনিক এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান কিনতে চলেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এসব বিমানের জন্য পাঁচ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে তারা।


এফ-১৫ যুদ্ধবিমানের দৈর্ঘ্য ১৯ দশমিক ৪৫ মিটান এবং প্রস্থ ১৩ দশমিক ০৫ মিটার ও উচ্চতা ৫ দশমকি ৬৪ মিটার। দুই আসনবিশিষ্ট এ বিমানের খালি অবস্থায় ওজন ১৪ হাজার ৫০০ কেজি আর সর্বোচ্চ ধারণক্ষমতা ৩৭ হাজার কেজি। অত্যাধুনিক এ বিমানটি ২২ ফুট লম্বা পর্যন্ত হাইপারসনিক অস্ত্র ছুড়তে পারে।


চলতি বছরে ইরান ইসরাইলের বিরুদ্ধে দুটি বড় আক্রমণ চালিয়েছে। প্রথমটি এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরাইলকে দায়ী করে আক্রমণ করা হয় এবং আরেকটি আক্রমণ অক্টোবর মাসে ঘটে। যা নিয়ে ইরান বলেছিল যে, মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com