ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি ভিত্তিহীন: ইরান
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৬
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি ভিত্তিহীন: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকার মাটিতে হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছিলো মার্কিন আইন মন্ত্রণালয়। তবে সে অভিযোগকে জোরালো ভাষায় নাকচ করে তেহরান জানিয়েছে, এটা (অভিযোগ) সম্পূর্ণ ভিত্তিহীন।


৯ নভেম্বর, শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন আদালতের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণহীন।


তিনি বলেন, ‘ইহুদিবাদী এবং ইরান-বিরোধী চেনাজানা চক্র এই সন্ধিক্ষণে এ ধরনের দাবির পুনরাবৃত্তির মধ্যদিয়ে বিদ্বেষপূর্ণ চক্রান্ত করছে যার লক্ষ্য হলো আমেরিকা এবং ইরানের মধ্যকার সমস্যাগুলোকে আরো জটিল করা।’


বাকায়ি জোর দিয়ে বলেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তেহরান বৈধ এবং আইনগত সমস্ত উপায় অবলম্বন করবে।


গতকাল ৮ নভেম্বর মার্কিন আইন মন্ত্রণালয় অভিযোগ তুলেছে, গত মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠানের আগেই ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য একটি চুক্তি ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।


এর আগে গত আগস্ট মাসে ইরান জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার দায়ে আটক পাকিস্তানি নাগরিকের সাথে ইরানের কোনো রকমের যোগাযোগ নেই।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com