জেলেনস্কি-ট্রাম্পের ফোনালাপ
ইউক্রেনকে সমর্থন করবেন ট্রাম্প
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৮
ইউক্রেনকে সমর্থন করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সময় ইউক্রেনকে সমর্থন করবেন বলেও জানান ট্রাম্প। তবে কীভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।


শনিবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন বুধবার ট্রাম্প ও জেলেনস্কি ২৫ মিনিট কথা বলেন।


মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।


এই ফোনালাপের খবর এমন সময়ে সামনে এলো যখন ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার সিইও মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন।
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক্স পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। ট্রাম্পের বিজয়কে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কৌশলগত অংশীদারিত্ব, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।


জেলেনস্কি আরও বলেন, বৈশ্বিক বিষয়ে ‘শক্তির মাধ্যমে শান্তি’ পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। শুধুমাত্র এই নীতিই ইউক্রেনে শান্তি আনতে পারে। আমি আশাবাদী যে আমরা একসঙ্গে এটি কার্যকর করব।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com