বড় ব্যবধানে জিতবেন, বললেন ট্রাম্প
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০০:৩৯
বড় ব্যবধানে জিতবেন, বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোট দিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ নভেম্বর) ফ্লোরিডার পাম সৈকতের নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।


এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন এবারের নির্বাচনে বড় ব্যবধানে জিতবেন তিনি। ট্রাম্প বলেন, “আমি খুবই আত্মবিশ্বাসী। দেখে যা মনে হচ্ছে অসংখ্য রিপাবলিকান ভোট দিচ্ছেন। ভোটারদের লম্বা লাইন দেখে আমি গর্বিত। আমি শুনেছি আমরা খুবই ভালো করছি। এই নির্বাচনে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না ”


এবারের নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাটিকদের প্রতিনিধিত্ব করছেন কমালা হ্যারিস।


যুক্তরাষ্ট্রে সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জানা যায় কে নির্বাচিত হয়েছেন। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে বিজয়ীর নামও ঘোষণা করে দেওয়া হয়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। যার অর্থ ফলাফল পেতে হলে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে।


নির্বাচনের প্রথম বুথ বন্ধ হবে মঙ্গলবার সন্ধ্যায়। আর শেষটি বন্ধ হবে বুধবার সকালে।


আগের নির্বাচনগুলোতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছিল নির্বাচনের দিনের রাতে অথবা পরের দিন ভোরে। তবে এবার যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাই সংবাদমাধ্যমগুলো বিজয়ীর নাম ঘোষণায় পূর্বের চেয়ে বেশি সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।


যদি কোনো রাজ্যে দেখা যায় ভোটের ব্যবধান খুবই কম তাহলে সেখানে ভোট পুনর্গননা করা হতে পারে। যা ফলাফল ঘোষণায় দেরি করাতে পারে। এছাড়া আইনি ঝামেলাও তৈরি হতে পারে। ট্রাম্পের রিপাবলিকান পার্টি নির্বাচনের আগেই ১০০টি মামলা দায়ের করে রেখেছে। যার মধ্যে রয়েছে ভোটার যোগ্যতা ও ভোটার রোল ব্যবস্থাপনার বিষয়গুলো। এগুলো নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণায় বাধা সৃষ্টি করতে পারে। তবে মিশিগানসহ বিভিন্ন রাজ্যে খুবই দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়।


সূত্র: বিবিসি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com