ইউক্রেনে রুশ হামলা, জাপোরিঝিয়া-খারকিভে নিহত ৮
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২২:০৮
ইউক্রেনে রুশ হামলা, জাপোরিঝিয়া-খারকিভে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের জাপোরিঝিয়ায় একটি অবকাঠামোগত স্থাপনায় রুশ বাহিনীর হামলায় ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে বলে মঙ্গলবার (৫ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলীয় খারকিভের গ্লুশকিভকা গ্রামে রুশ গোলাবর্ষণে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত দুজনের বয়সই ৪৮ বছর।


জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ প্রাণহানির খবর নিশ্চিত করেন।


ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আন্দ্রেই ইয়ারমাক এই হামলার প্রসঙ্গে বলেন, রাশিয়ার এই সহিংসতা বন্ধ করতে মিত্রদের আরো শক্তিশালী সহায়তা প্রয়োজন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই সহিংসতা শক্ত পদক্ষেপের মাধ্যমে বন্ধ করতে হবে। মিত্রদের আরো দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।’ যুদ্ধের আগে এই শিল্প শহরের জনসংখ্যা ছিল সাত লাখেরও বেশি। শহরটির নিকটতম রুশ অবস্থান প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।


সম্প্রতি জাপোরিঝিয়া শহরে রাশিয়ার আকাশপথে হামলার পরিমাণ বেড়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এই শীতে শহরটির দিকে নতুন করে আক্রমণ শুরু করতে পারে ক্রেমলিন। রাশিয়া ২০২২ সালের শেষের দিকে পুরো অঞ্চলটির সামরিক নিয়ন্ত্রণ নেওয়া ছাড়াই বৃহত্তর জাপোরিঝিয়া অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছিল।


এদিকে খারকিভ অঞ্চলেও রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং কুপিয়ানস্ক শহরের ওপর চাপ বাড়াচ্ছে। সেখানে কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com