উত্তেজনা বাড়াতে চায় না তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২১:৪৫
উত্তেজনা বাড়াতে চায় না তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘ইসরায়েলের মতো ইরান কখনো উত্তেজনা বাড়াতে চায়নি। তবে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুসারে তেহরান আত্মরক্ষার অধিকার রাখে এবং উপযুক্ত সময় ও পরিস্থিতি অনুসারে আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব।’


৫ নভেম্বর, মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।


গাজা এবং লেবাননে নৃশংস আগ্রাসন ও বেপরোয়া হামলা বৃদ্ধির মধ্যদিয়ে ইহুদিবাদীদের বর্বর চরিত্র আরো স্পষ্ট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন আব্বাস আরাঘচি। সংবাদ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানি কর্মকর্তাদের অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।


ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে, সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী তার কঠোর নিন্দা জানান। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে তেহরান ও ইসলামাবাদের শক্ত অবস্থানের কথা জোরালোভাবে তুলে ধরেন।


ইসহাকদার বলেন, সার্বভৌম ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। সূত্র: পার্সটুডে


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com