
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের কাছে আটক প্রত্যেক ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ‘১ মিলিয়ন ডলার’ অফার করেছেন।
৫ নভেম্বর, মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চেষ্টা করছেন নেতানিয়াহু। এ প্রচেষ্টার অংশ হিসেবে প্রত্যেক বন্দি মুক্তির জন্য ‘এক মিলিয়ন ডলার’ অফার করতে প্রস্তুত তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বন্দি মুক্তিদাতা ও তাদের পরিবারের লোকদের গাজা থেকে বের হওয়ার ক্ষেত্রে ‘নিরাপদ পথের’ গ্যারান্টি দিতেও প্রস্তুত রয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোমবার রাতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে নেতানিয়াহু এই নির্দেশনা জারি করেছেন।
এদিকে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়া যেসব ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে বা হাসপাতালে মারা গেছে, তাদের ভিত্তিতেই কেবল এই সংখ্যা উল্লেখ করা হয়েছে। অনেকে হাসপাতালে আসার আগেই মারা গেছে। কেউ ধ্বংসস্তুপের নিচে পড়ে আছে। অনেকে এখনো নিখোঁজ রয়েছে। তাদের সংখ্যা যুক্ত করলে উল্লেখিত সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যাবে। সূত্র: আল-জাজিরা
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]