মিশিগানে শেষ নির্বাচনী বক্তৃতায় যা বললেন ট্রাম্প
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৪
মিশিগানে শেষ নির্বাচনী বক্তৃতায় যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসের মঞ্চে তার নির্বাচনী প্রচারণার শেষ বক্তব্য দিয়েছেন। সমাপনী এ বক্তৃতায় তিনি বলেছেন, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।


ট্রাম্প তার বক্তৃতায় উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তারা এখন চার বছর আগের চেয়ে ভালো অবস্থায় আছেন কি না। তার এই প্রশ্নের বিপরীতে র‌্যালিতে উপস্থিত জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন।


এরপর ট্রাম্প বলেন, ‘আজ রাতে আপনাদের ও সকল আমেরিকানদের প্রতি আমার খুব সহজ বার্তা, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।’


এসময় প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে আক্রমণ করে তাকে ‘একজন উগ্র বামপন্থী পাগল’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।


ট্রাম্প তার সমর্থকদের বলেন যে, তিনি আজকের নির্বাচনে জয়ী হবেন। তিনি আরও বলেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় বিজয় হবে।’


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com