
ভারতের জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১৫ জুলাই) রাতে জম্মু-কাশ্মীরের দোদা জেলায় এ গোলাগুলির ঘটনা ঘটে
১৬ জুলাই, মঙ্গলবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, দোদা জেলার দেশায় সোমবার যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। রাত নয়টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে এক মেজরসহ চার ভারতীয় সেনা নিহত হয়।
এঘটনায় ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, সশস্ত্র গোষ্ঠীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত পৌনে ৮টার দিকে দোদার দেশা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান বাহিনী। রাত ৯টার দিকে যৌথ বাহিনী সশস্ত্র গোষ্ঠীর মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয়।
এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিভেদির সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
গত সপ্তাহে জম্মু অঞ্চলের কাঠুয়ায় গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেদিন কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে দেওয়ার সময় সন্ত্রাসী হামলা করলে পাঁচ সেনা নিহত ও ছয়জন আহত হয়।
এর কয়েকদিন আগে রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয়। তাতে এক সেনা সদস্য আহত হন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]