
টানা বৃষ্টি আর বন্যায় ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যটির ১৯টি জেলা ইতোমধ্যে বন্যা কবলিত এবং এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ৬ লাখ ৪৪ হাজার ১২৮ জন মানুষ।
২ জুলাই, মঙ্গলবার রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে অন্তত ৮টির পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত বন্যা, ঝড় ও ভূমিধসের জেরে আসামে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪৫ জনে।
এছাড়াও, বৃষ্টির কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির অনেক এলাকা এখনও জলমগ্ন। এছাড়া গুজরাটের বিভিন্ন জেলায় সোমবার সকালে ভারি বৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। এরমধ্যে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে, হারিকেন বেরিলের তাণ্ডবে লণ্ডভণ্ড ক্যারিবীয় অঞ্চল। ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিহীন বহু এলাকা। বাতিল হয়েছে একাধিক ফ্লাইট।
জানা গেছে, বন্যা কবলিত এলকাগুলো থেকে লোকজনকে উদ্ধারে দুর্যোগ মোকাবিলা বিভাগকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে সেনা বাহিনী, বিমান বাহিনী, আধা সামরিক বাহিনী এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন। ধেমাজি জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে ৯ জনকে উদ্ধার করেছে বিমান বাহিনীর হেলিকপ্টার। আর তিনসুকিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল সোমবার ১ হাজার ২৯৩ জনকে উদ্ধার করেছে সেনা ও আধা সামরিক বাহিনীর সদস্যরা।
বিবার্তা/সানজিদা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]