
রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে প্রচণ্ড বন্যার সৃষ্টি হয়েছে। এতে বন্যাকবলিত ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। এছাড়াও উরাল নদীতে পানির স্তর বিপজ্জনক সীমায় প্রবাহিত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
উরাল পর্বতমালার দক্ষিণ-পূর্বে ওরেনবার্গ অঞ্চলের প্রধান শহর ওরস্কে ২ লাখ ৩০ হাজারের বেশি বাসিন্দার বাস। সেই শহরটিতে শনিবার কাজাখস্তান সীমান্তে নদীর বাঁধ ভেঙে দেখা দেয় প্রবল বন্যা।
ওরেনবার্গ গভর্নরের কার্যালয় শনিবার বলেছে, শুক্রবার অঞ্চলটিজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়। একপর্যায়ে বাঁধটিতে বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড বেগে আসা পানিতে ওরস্ক শহরসহ আশপাশের এলাকার বেশকিছু ঘরবাড়ি ধসে যায় এবং আড়াই হাজারের বেশি বাড়ি বন্যাকবলিত হয়ে পড়ে।
গভর্নর ডেনিস পাসলার বলেন, ১ হাজার ১৯ শিশুসহ অন্তত ৪ হাজার ২০৮ জন বাসিন্দাকে তাৎক্ষণিক নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ২ হাজার ৫০০টিরও বেশি বাড়ি বন্যায় কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া মাত্রই উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি উদ্ধারকর্মীরা।
গভর্নর ডেনিস আরো জানান, বন্যায় ওরেনবার্গের প্রধান শহর ওরস্কে সবচেয়ে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছে। শুধু শহর থেকে ২ হাজার লোককে সরিয়ে নিতে হয়েছে।
টেলিগ্রাম চ্যানেলসহ শহরের জরুরি পরিষেবা প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ওরস্ক শহরের বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের নৌকায় তুলে আনছেন উদ্ধারকারীরা।
স্থানীয় প্রসিকিউটর অফিস বলছে, প্রবল বৃষ্টিপাতে প্রচণ্ড চাপ থাকলেও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে বাঁধটি ভেঙে গেছে। তাছাড়া মাত্র ২০১৪ সালে নির্মিত বাঁধটি ভেঙে যাওয়ার কোনো কারণ নেই।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বাঁধ নির্মাণে কারো কোনো ‘অবহেলা’ বা নির্মাণ সুরক্ষা নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
রাশিয়ার উরাল পার্বত্য অঞ্চল ও পশ্চিম সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চল বসন্তের শুরুতেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাজাখস্তানের কিছু অঞ্চলও প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে।
ইউরাল ও পশ্চিম সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চল বসন্তের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, কাজাখস্তানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বলেন, বন্যাটি ৮০ বছরের ইতিহাসে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]