
দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সা রাজ্যের একটি সমুদ্রসৈকত থেকে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, তারা কোনো নৌকাডুবির শিকার হয়েছেন। দেশটির প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানায়, ওয়াক্সা উপকূলে তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনারকবলে পড়ে। ওই দুর্ঘটনা থেকে একজন বেঁচে গেছেন বলেও জানানো হয়।
প্রাথমিক ধারণা অনুযায়ী বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীরা অভিবাসনজনিত সমস্যার শিকার হয়েছেন। তাছাড়া তারা এশিয়ান অরিজিন বলেও সন্দেহ করা হয়।
মেক্সিকোর যে উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেটিকে প্রায়ই অভিবাসপ্রত্যাশীরা ব্যবহার করেন। মূলত এসব অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]