
মালয়েশিয়ার জোহরবারুতে বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত সোম এবং মঙ্গলবার পরিচালিত রাজ্যের কয়েকটি জেলায় একটি সমন্বিত অভিযানে মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
৫ বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে আছেন ৯ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৮ জন নারী, ৫ জন পাকিস্তানি, ২ জন ভারতীয় পুরুষ এবং ৬ জন মিয়ানমারের পুরুষ ও ৩ জন নারী। যাদের আটক করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট বা পারমিট ছিল না, তারা অতিরিক্ত সময় অবস্থান করেছে এবং পাসপোর্টে শর্ত লঙ্ঘন করেছে।
বুধবার (২০ মার্চ) ইমিগ্রেশন ডিরেক্টর বাহারউদ্দিন তাহির বলেন, ‘আটক অবৈধ অভিবাসীদের বয়স ২১ থেকে ৫৮ বছর। তাদেরকে রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং ও সেগামত জেলা থেকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং সেইসাথে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]