
রাশিয়ার একটি সামরিক কার্গো উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণের পরই বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে।
সামরিক উড়োজাহাজ ইলিউশিন আইএল–৭৬ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় তা বিধ্বস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমস।
১২ মার্চ, মঙ্গলবার রাশিয়ার ইভানভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইভানভো অঞ্চলটি ইউক্রেন সীমান্ত থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত।
বিধ্বস্ত উড়োজাহাজটির কোনো আরোহী বেঁচে নেই বলে জানিয়েছে রাশিয়ার অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমগুলো।
গত শতাব্দীর ৭০-এর দশক থেকে উড়োজাহাজটি কার্গো পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছিল।
রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি উড়োজাহাজের একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে। সেটি তা দ্রুত নিচের দিকে নামছে। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে দুর্ঘটনাস্থলে ধোঁয়ার কালো কুণ্ডলির পাশাপাশি আকাশে হেলিকপ্টার উড়তে দেখা যায়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]