
উত্তর আফ্রিকার দেশ সুদানের জাতীয় রেডিও ও টেলিভিশনের প্রধান কার্যালয় দখলে নেয়ার দাবি করেছে সেনাবাহিনী।
১২ মার্চ, মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় রেডিও ও টেলিভিশনের সদরদফতরের নিয়ন্ত্রণ নিয়েছেন। আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের হটিয়ে রেডিও ও টিভি কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।
দেশটির রাষ্ট্রায়ত্ত দুই সম্প্রচারমাধ্যমের সদরদফতর ওমদুরমান শহরে অবস্থিত। রাজধানী খার্তুম থেকে নীল নদের পাশে এই শহরটির অবস্থান। তবে সেনাবাহিনীর এই দাবির বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত বছরের এপ্রিলে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেশটির শক্তিশালী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে এই সংঘাতের শুরু হয়।
কয়েক মাস ধরে চলা দেশটির দুই বাহিনীর এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বাস্তুচ্যুত হন আরও কয়েক লাখ মানুষ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]