
ভারতের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে নতুন ঘাঁটি খুলতে যাচ্ছে। এদিকে মালদ্বীপ ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরু করতে যাচ্ছে। তার আগেই ভারতীয় নৌবাহিনী ঘোষণাটি দিল। মালদ্বীপে চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু গত বছরের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
এ প্রেক্ষিতে শনিবার রাতে ভারতীয় নৌ বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারত সন্দেহগ্রস্ত। নতুন এই ঘাঁটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে।
এদিকে মইজ্জু মালদ্বীপে থাকা ভারতের ৮৯ সেনা সদস্যকে ফিরিয়ে নিতে ভারতকে বলেছে। আগামী ১০ মার্চ প্রথম দফায় এবং বাকি সৈন্যরা আগামী দুমাসের মধ্যে মালদ্বীপ ছেড়ে যাবে।
নৌবাহিনীর বিবৃতি অনুসারে, লাক্ষাদ্বীপে ৬ মার্চ খোলা হবে নতুন ঘাঁটি। এর ফলে বিদ্যমান ছোট বিচ্ছিন্ন বাহিনী একটি ‘স্বাধীন নৌ ইউনিটে’ পরিণত হবে।
ভারতের লাক্ষাদ্বীপ মালদ্বীপের প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। মিনিকয় দ্বীপে ভারতের নতুন নৌ ঘাঁটিটিও এর খুব কাছে অবস্থিত।লাক্ষাদ্বীপের কাভারত্তিতে ইতোমধ্যেই ভারতীয় নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। তবে নতুন ঘাঁটিটি মালদ্বীপের প্রায় ২৫৮ কিলোমিটার কাছাকাছি হবে।
নৌবাহিনী বলেছে, মিনিকয় হল লাক্ষাদ্বীপের দক্ষিণতম দ্বীপ যা সামুদ্রিক যোগাযোগের গুরুত্বপূর্ণ রেখা বরাবর অবস্থিত। ঘাঁটিটি জলদস্যু ও মাদকবিরোধী অভিযানে কাজে লাগবে। পাশাপাশি ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ দ্বীপগুলোতে নিরাপত্তা অবকাঠামো বাড়ানো নীতির একটি অংশ এই নতুন ঘাঁটি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]