
অবশেষে লোহিত সাগরে সম্পূর্ণ ডুবে গেলো হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ কার্গো জাহাজ-রুবিমার। গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ইরান-সমর্থিত হামাসের অভিযানের অংশ হিসেবে এটিই ছিল প্রথম জাহাজ হামলা।
ইয়েমেনের হুতিদের হামলায় লোহিত সাগরে কোন জাহাজ ডুবির ঘটনা এটাই প্রথম। ১৮ ফেব্রুয়ারি বাব-আল-মান্দেব প্রণালির কাছাকাছি জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্রের হামলা চালায় হুতি বাহিনী। পরে জাহাজটিকে টেনে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের কাছাকাছি জিবুতি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়।
হামলার পর জাহাজটি থেকে ২৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধারের খবর নিশ্চিত করে যুক্তরাজ্য। ১৭২ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে একাধিক ফুটো হওয়ায় ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে।
সম্পূর্ণ ডুবে যাওয়ার আগে ১২ দিন ভেসে ছিল কার্গো জাহাজ রুবিমার। জাহাজটিতে অ্যামোনিয়াম নাইট্রেট সার থাকায় এডেন উপসাগরের জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন-গ্রিনপিস।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]