আরও ৩ রাজ্যে এগিয়ে ট্রাম্প
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১৬:২৪
আরও ৩ রাজ্যে এগিয়ে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিকি হ্যালিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের আরও তিনটি রাজ্যে জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।


শনিবার রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইডাহো, মিসৌরি ও মিশিগান রাজ্যে জয় পান ডোনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারান তিনি।


এর মধ্যে মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। এতে ট্রাম্পের প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭। রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে এক হাজার ২১৫ প্রতিনিধি নিশ্চিত করতে হবে।


এর মাধ্যমে আগামী মঙ্গলবারের গুরুত্বপূর্ণ উপলক্ষ্য ‘সুপার টুইসডে’ সামনে রেখে রাজ্যগুলোতে অনুষ্ঠিত নির্বাচনের সবকটিতেই জয়ের রেকর্ড হলো ডোনাল্ড ট্রাম্পের। সুপার টুইসডেতে রিপাবলিকান ও ডেমোক্রেট দুটি দলের পক্ষে প্রার্থী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটাভুটি।


গত জুলাইয়ে পার্টির কনভেনশনে প্রার্থী নির্বাচনের দৌড়ে ব্যাপক সাড়া পান যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। তাই আগামী মঙ্গলবার তিনি এর ফলাফল পেতে যাচ্ছেন। ধরে নেওয়া হচ্ছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে যাচ্ছেন। ২০২০ সালের পর এটাই হতে যাচ্ছে তাদের মধ্যে দ্বিতীয় লড়াই।


মিসৌরি, মিশিগান ও আইডাহোতে অনুষ্ঠিত অভ্যন্তরীণ হাইব্রিড নির্বাচনে কিছু ক্ষেত্রে উত্তেজনা বা মতবিরোধ দেখা দিলেও ডোনাল্ড ট্রাম্পের বেশ শক্ত অবস্থানই দেখা গেছে।


মিসৌরিতে প্রতিটি কাউন্টি ককাসেই ডোনাল্ড ট্রাম্প তার মূল প্রতিদ্বন্দ্বী সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালির বিরুদ্ধে জয়লাভ করেন।


ওদিকে ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি ‘সুপার টুইসডে’কে সামনে রেখে দেশজুড়ে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠতে থাকা ডোনাল্ড ট্রাম্পকে মখোমুখি হওয়ার লক্ষ্য নিয়ে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com