
মার্কিন সিনেটে ইসরাইল ও ইউক্রেনকে সহায়তা করতে পাস হয়েছে ৯৫ বিলিয়ন ডলারের বিতর্কিত সহায়তা প্যাকেজ।
১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে সিনেটে এক ভোটাভুটিতে এই বিলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সিনেটর ভোট দেন।
ভোটে বিলের পক্ষে অবস্থান নেন ৭০ সিনেটর এবং বিপক্ষে অবস্থান নেন ২৯ সিনেটর। ইউক্রেনকে অব্যাহতভাবে অর্থ দিয়ে যাওয়ার বিরুদ্ধে থাকা রিপাবলিকান পার্টিরও ২২ সিনেটর এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে ডেমোক্রেট দলের দুই সিনেটর পিটার ওয়েলচ ও জেফ মার্কলি এর বিরুদ্ধে ভোট দেন।
ডেমোক্র্যাটিক সিনেটররা এই বিলে সম্মত জানালেও; এর আগে রিপাবলিকান সিনেটরের একটি অংশ বিলটিতে ভেটো দিয়েছিল।
এই ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার, ফিলিস্তিনের গাজাবাসীর বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালানোর জন্য ১৪ বিলিয়ন ডলার এবং গাজাসহ অন্যান্য যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
এই বিলটি এখন যাবে সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে। তবে সেখানে গিয়ে এটি পাস হবে কি না; এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সিনেটে এমন সময় এই বিল পাস হলো যখন যুক্তরাষ্ট্রের ঋণ ৩৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]