ফিলিপাইনের পার্বত্য অঞ্চলে ভূমিধস, নিহত ৫
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১
ফিলিপাইনের পার্বত্য অঞ্চলে ভূমিধস, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩১ জন। ভূমিধসে বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি এএফপিকে বলেন, মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনি সমৃদ্ধ একটি গ্রামে মঙ্গলবার রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত দুটি বাসের মধ্যে অন্তত ২০ জন লোক আটকা পড়েন।


ওই দুই বাসে কমপক্ষে ২৮ জন আরোহী ছিলেন। তবে ৮ জন সেখান থেকে কোনো রকমে পালাতে সক্ষম হলেও বাকিরা আটকা পড়েছেন।


ভূমিধসে ১১ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের দাভাও শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।


এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, সেখানে ভূমিধস আঘাত হানার কোনো সম্ভাবনাই ছিল না। গত বৃহস্পতিবার সেখানে বৃষ্টি শেষ হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়া বেশ ভালো ছিল এবং সূর্য ওঠায় বেশ গরম পড়েছিল।


গত সপ্তাহেই ওই একই অঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। জাতীয় দূর্যোগ ব্যবস্থাপণা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com