ব্রিটেনের জন্য রাজনৈতিক হুমকি হতে পারেন ট্রাম্প: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৩১
ব্রিটেনের জন্য রাজনৈতিক হুমকি হতে পারেন ট্রাম্প: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে তা হবে ব্রিটেনের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের হুমকি। স্কাই নিউজের ‘সানডে মর্নিং’ এর এক প্রোগ্রামে অংশ নিয়ে এ মন্তব্য করেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ।


রিচার্ড ডিয়ারলাভ বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান রয়েছে তার কারণে ব্রিটেন রাজনৈতিকভাবে ঝুঁকি অনুভব করে। এই দৃষ্টিকোণ থেকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যদি আবার ক্ষমতায় ফেরেন তাহলে তা হবে ব্রিটেনের জন্য বিপর্যয়কর।


রাশিয়ার যুদ্ধ এবং চীনের আচরণ সম্পর্কে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলে তিনি ন্যাটো জোটকে ভেঙে দিতে পারেন। এটি ব্রিটেনের জন্য অনেক বড় ক্ষতির বিষয়।


ব্রিটেনের এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা সব ডিম ন্যাটোর এক ঝুড়িতে রেখেছি। এ অবস্থায় ট্রাম্প যদি ন্যাটো জোট ভেঙে দেয়ার ব্যাপারে সিরিয়াস হন তাহলে মারাত্মকভাবে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। তখন আমেরিকার ছত্রচ্ছায়ায় থাকা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ক্ষুন্ন হবে।


ইউরোপ এবং ব্রিটেনের নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক এই প্রধান।


২০২৪ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প।


মার্কিন নির্বাচন নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনাকল্পনা, হিসাবনিকাশ ও ছক কষাকষি। তবে সংশ্লিষ্টরা বলছেন, জরিপে বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন।


সূত্র: স্কাই নিউজ


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com