ইসলামাবাদে গির্জায় হামলা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭
ইসলামাবাদে গির্জায় হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের একটি গির্জায় হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদে অবস্থিত এইচ-৯ এর সেন্ট জন’স গির্জার পুরোহিত বলেছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত একটি দল এখানে হামলা চালায়।


ওই রাতেই পুরোহিত ইমরান মসীহ তার লিখিত অভিযোগে বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। অভিযোগকারী বলেন, ছয় হামলাকারীর মধ্যে তিনজনের নাম সোহেল, আসিফ চট্টা ও মিঠু নামে শনাক্ত করা হয়েছে।


তিনি বলেন, হামলাকারীরা সাউন্ড সিস্টেমও নিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।


এর আগে গত ১৭ আগস্ট পবিত্র কোরআনের অবমাননার অভিযোগে দাঙ্গাবাজরা ফয়সালাবাদের শিল্প এলাকার উপকণ্ঠের একটি গির্জায় হামলা ও খ্রিস্টানদের বাড়িঘরে ভাঙচুর চালায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শতাধিক লোককে গ্রেফতার করা হয়।


তখন কমপক্ষে চারটি গির্জায় আগুন দেয়া হয়। ব্লাসফেমি বা ইসলাম ধর্ম অবমাননা পাকিস্তানে একটি শাস্তিযোগ্য অপরাধ। অবশ্য, এ আইনে এখনো পর্যন্ত কারো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com