তুরস্কে ঘনকুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ২২:৫৩
তুরস্কে ঘনকুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ঘনকুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আরও ৫৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।


২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।


তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে সাকারিয়া প্রদেশের উত্তর মারমারা হাইওয়েতে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। আরও জানায় এ সময় সড়কে কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় পরপর সাতটি গাড়ি একটির সঙ্গে অন্যটি ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।


কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


তবে সাকারিয়ার গভর্নর ইয়াসার কারাদেনিজ বলেছেন, দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি অপর একটি ট্রাকে ধাক্কা দিলে অন্যান্য দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনার শিকার গাড়িগুলোর মধ্যে তিনটি আন্তঃনগর বাস রয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও জরুরি পরিষেবা কর্মীরা। তাদের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com