বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো’র গুরুত্বপূর্ণ ঐকমত্য
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ২১:৫৩
বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো’র গুরুত্বপূর্ণ ঐকমত্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে অভিবাসন ও অন্যান্য বিষয়ে ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পোঁছেছেন বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ।


২৭ ডিসেম্বর, বুধবার তিনি এমন মন্তব্য করেন।


লোপেজ মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও অভিবাসন সমস্যা সমাধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান আলেজান্দ্রো মায়োরকাসের সাথে আলোচনার ফলাফলকে স্বাগত জানিয়েছেন। খবর এএফপি’র।


বিস্তারিত বিবরণ না দিয়ে লোপেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন, ‘আমাদের দেশ ও জনগণের কল্যাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক ঐকমত্যে পৌঁছানো গেছে।’ তিনি বলেন, ‘এখন, যে কোন সময়ের চেয়ে ভাল সুপ্রতিবেশীসুলভ নীতি অপরিহার্য।’ ব্লিঙ্কেন ও মায়োরকাস মেক্সিকোতে তাদের বড়দিন-পরবর্তী সফরকালে ক্রমবর্ধমান অভিবাসন সমস্যা মোকাবেলার উপায় খুঁজে বের করার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্ব আরোপের উপর জোর দেন।


মার্কিন সীমান্ত পুলিশ সাম্প্রতিক সময়ে প্রতিদিন আনুমানিক ১০ হাজার অভিবাসী অনুপ্রবেশের কথা জানিয়েছে। অক্টোবর, ২০২২ থেকে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত পূর্ববর্তী অর্থবছর জুড়ে সরকারিভাবে প্রবেশ এবং দক্ষিণ সীমান্ত বরাবর অন্যত্র থেকে মার্কিন সীমান্ত টহল মোকাবেলা করা রেকর্ডসংখ্যক ২৪ লাখ অভিবাসী প্রত্যক্ষ করা গেছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com