আন্তর্জাতিক মুদ্রাবাজারে কমছে ডলারের বিনিময় হার
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭
আন্তর্জাতিক মুদ্রাবাজারে কমছে ডলারের বিনিময় হার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নতুন করে সুদহার না বাড়ানোর সিদ্ধান্তের পর ডলারের বিনিময় হার কমতে শুরু করেছে। এর বিপরীতে ইউরো, ইউয়ান, ইয়েনসহ অন্যান্য মুদ্রার বিনিময় হার শক্তিশালী হয়েছে। পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে ডলারের বিনিময় হার। একই সময়ে ইউরোর বিনিময় হার চার মাসের সর্বোচ্চে উঠে এসেছে। শিগগিরই সুদহার কমাবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রত্যাশায় মুদ্রা দুটির বিনিময় হারে পরিবর্তন দেখা গেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।


মুদ্রাবাজারে প্রধান ছয়টি মুদ্রার বিনিময় হার সূচকে ডলারের সূচক মান নেমে এসেছে ১০১ দশমিক ৩৬ পয়েন্টে, যা গত ২৮ জুলাইয়ের পর সর্বনিম্ন।


এসইবির প্রধান অর্থনীতিবিদ জেনস ম্যাগনুসন বলেন, সামগ্রিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে মুদ্রা লেনদেনের বাজার স্থিতিশীল থাকবে। আমাদের শেয়ারবাজার এখনো শক্তিশালী। ভূরাজনৈতিকভাবে যদি কোনো সংকট তৈরি না হয় তাহলে আগামী বছরও এটি একই পর্যায়ে থাকবে বলে আমি আশাবাদী।


টানা দ্বিতীয় মাসের মতো ডলারের বিনিময় হার নিম্নমুখী। আগামী বছর ফেড সুদহার কমাবে এমন প্রত্যাশায় ডলারের বিনিময় হার আরো নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।


সিএমই ফেডওয়াচের তথ্যানুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে সুদহার কমার জোর সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্যানুযায়ী, মূল্যস্ফীতির চাপ কমায় আগামী বছর সুদহার কমানোর বিষয়ে বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা তৈরি হয়েছে।


চীনে ১ ডলার মিলছে ৭ দশমিক ১৩০১ ইউয়ানে। চীনের কেন্দ্রীয় ব্যাংক জানায়, এটা চার মাসের মধ্যে সর্বনিম্ন। মুদ্রা বিনিময়ের চার্টগুলোয় ডলারের বিনিময় হারের রেখা নিচের দিকে নামতে শুরু করেছে। ইউরোর বিনিময় হার শূন্য দশমিক ২ থেকে ১ দশমিক ০৯৬৩ শতাংশ পর্যন্ত কমেছে। মধ্য আগস্টের পর থেকে এটা সর্বনিম্ন। ইয়েনের বিনিময় হার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। ১ ডলারের বিনিময়ে মিলছে ১৪৭ দশমিক ৫ ইয়েন। সাত মাসের মধ্যে এটা ইয়েনের সবচেয়ে শক্তিশালী অবস্থান।


নিউজিল্যান্ড ডলারের বিনিময় হার শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। বর্তমানে এর বিনিময় হার শূন্য দশমিক ৬০৫০ মার্কিন ডলার। ছয় মাস আগে এটা ছিল শূন্য দশমিক ৬০৭২ মার্কিন ডলার। অস্ট্রেলিয়ান ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। বর্তমানে এর বিনিময় হার শূন্য দশমিক ৬৫৮৫ মার্কিন ডলার। এটা তিন মাসের মধ্যে সর্বনিম্ন।


সিডনির ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের পরিকল্পনাবিদ রড্রিগো কাট্রিল জানান, চীনা মুদ্রার বিনিময় হার বাড়ায় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।


তিনি বলেন, এটা উৎসাহব্যঞ্জক। বিনিয়োগকারীরা এখন ভাবার সুযোগ পাচ্ছেন। আমরা চীনা মুদ্রার সবচেয়ে খারাপ অবস্থা দেখেছি। এখন প্রশ্ন শোনা যায় যে ডলার নাকি ইউয়ান, কোনটা চান?


অন্যদিকে ১ ইউরোর বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে ১ ডলার ১০ সেন্টে পৌঁছেছে, যা চার মাসের বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী।


একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যে চীনা পুঁজিবাজার নিয়ন্ত্রণকারীরা বিনিয়োগকারীদের তালিকা বড় করার অনুমতি দিয়েছেন। একই সময় সুদহার শীর্ষে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের ইয়েল্ড দুর্বল হয়ে পড়েছে। জাপানি ইয়েন এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার দশমিক ১ শতাংশ কমে ১৪৫ দশমিক ৫৫ ইয়েনে পৌঁছেছে। অস্ট্রেলিয়ায় লোহা রফতানি বাড়ায় দেশটির ডলার বিনিময় হারে সুবাতাস বইছে।


যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোয় এশিয়ার মুদ্রাটি শক্তিশালী অবস্থায় এসেছে। এর মাধ্যমে বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল ব্যাংক অব জাপান হয়তো তাদের অতি শিথিল মুদ্রা নীতি থেকে বেরিয়ে আসবে।


ব্যাংকটির গভর্নর কাজুও উয়েদা সম্প্রতি জানান, কেন্দ্রীয় ব্যাংক যে অতি শিথিল মুদ্রা নীতি কার্যকর করেছে, সেখান থেকে সহসাই বেরিয়ে আসবে না। গত সপ্তাহে ডলারের বিনিময় হার চার মাসের সর্বনিম্নে নেমে আসে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি তথ্য প্রকাশের আগে এ দরপতন ঘটে মুদ্রাটির। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এর অর্থ হচ্ছে, আগামী বছর সুদহার কমিয়ে আনতে পারে ফেড।


বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি কতটা মন্থর, সে সম্পর্কে ধারণা পেতে সবার নজর এখন মার্কিন ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) সূচকের দিকে। মূল্যস্ফীতি পরিমাপে পিসিইকে গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচনা করে ফেড।


পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এখন একতরফা মনে হচ্ছে। প্রয়োজন দেখা দিলে ফেড সুদহার কমিয়ে আনবে।


ফেড কর্মকর্তারা বলেছেন, তাদের কাজ শেষ হয়নি। ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জনের শেষ ধাক্কাটাই সবচেয়ে কঠিন পর্ব। পিসিই যখন ৩ দশমিক ৫ শতাংশ থেকে কমতে শুরু করবে, তখন সুদহার কমানো হতে পারে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com