অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে নিহত ২
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০:০৪
অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে কুইন্সল্যান্ড রাজ্যে বড়দিনের রাতে ব্যাপক বজ্রবৃষ্টি ও শক্তিশালী ঝড়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। এছাড়া ১ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাজ্যের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।


২৬ ডিসেম্বর, মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।


ভিক্টোরিয়া পুলিশ নিশ্চিত করেছে, মঙ্গলবার সকালে একটি গাছের ডাল পড়ে একজনের ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া সোমবার রাতে ঝড়ে একটি গাছ ভেঙ্গে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।


অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বজ্রবৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের আঘাতে ১১০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


বিদ্যুৎ কোম্পানি এনাজেক্স জানিয়েছে, কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন এবং গোল্ড কোস্ট অঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে বহু মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আপডেট বার্তায় বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, তা দ্রুত পুন:স্থাপন করা যাবে এমন কথা সহজেই বলা যাচ্ছে না। সেখানে শক্তিশালী ঝড়ের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।


খবরে বলা হয়, সময় যত গড়াচ্ছে ক্ষয়ক্ষতির খবর আরো আসছে।


কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেস সার্ভিস জানিয়েছে, গোল্ড কোস্টের একটি রাস্তায় গাছ উপড়ে পড়ায় ৫৯ বছর বয়সী এক মহিলা মারাত্মকভাবে আহত হন এবং পরে তিনি মারা যান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com