বাজপাখিদের জন্য বিমানের ৮০ টিকিট কিনলেন যুবরাজ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ২০:২৯
বাজপাখিদের জন্য বিমানের ৮০ টিকিট কিনলেন যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজের ৮০টি পোষা বাজপাখিদের জন্য বিমানের ৮০টি টিকিট বুক করেছিলেন সৌদি যুবরাজ। তবে ঘটনাটি ২০১৭ সালের। সম্প্রতি সেই দৃশ্য নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ওই সৌদি যুবরাজের নামও প্রকাশ করা হয়নি।


সৌদি আরবসহ আরব সাগরের তীরবর্তী অধিকাংশ দেশেই বাজপাখি পোষা অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতি। বাজপাখি নিয়ে খেলা দেখানো হয়। এছাড়া এটি অনেকটা ধনীদের শখের বিষয়।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, বাজ পাখিগুলো বিমানে সুরক্ষিতভাবে বাঁধা অবস্থায় সিটে বসে আছে। তখন এক রেডিট ব্যবহারকারী লেনসু ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে বলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবি পাঠিয়েছে। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজের ৮০টি টিকিট কিনেছেন।’


সিএন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ২০১৭ সালের। তার প্রিয় পাখিগুলি যাতে আরামে ভ্রমণ করতে পারে তার জন্য সৌদি যুবরাজ ৮০টি সিট বুক করেছিলেন।


বিমানে চড়িয়ে এভাবে বাজ পাখি নিয়ে যাওয়া আশ্চর্য মনে হলেও মধ্যপ্রাচ্যে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। সৌদি রাজপরিবারের লোকজনের বাজপাখি পোষা খুবই সাধারণ ঘটনা। অনেক পোষা বাজপাখির পাসপোর্টও রয়েছে।


কাতার এয়ারওয়েজ গ্রাহক প্রতি সর্বোচ্চ ছয়টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। তবে গিজমোদোর খবরে বলা হয়, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে বা চেকড ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com