মোসাদ এজেন্টকে জনসম্মুখে ফাঁসি দিল ইরান
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০০
মোসাদ এজেন্টকে জনসম্মুখে ফাঁসি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানে গুপ্তচরবৃত্তি করতে আসা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।


১৬ ডিসেম্বর, শনিবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ।


আইআরএনএ জানিয়েছে, ওই ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে মোসাদের সঙ্গে যোগাযোগ, গোপন তথ্য সংগ্রহ, সহযোগীদের সেই তথ্য শেয়ার করেছেন এবং অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সংগৃহীত গোপন নথি সরবরাহ করেছিলেন।


প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে মৃত্যুদণ্ড দেয়া ওই ব্যক্তির পরিচয় জানায়নি ইরানের বিচার বিভাগ। তবে ঐ ব্যাক্তির উপর অভিযোগ, সে সজ্ঞানে শ্রেণিবদ্ধ তথ্য সংগ্রহ করে এবং সেগুলো বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ করে মোসাদকে সরবরাহ করে। সে দেশের শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে এবং ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী দল ও সংগঠনের পক্ষে প্রচারণার জন্য কাজ করেছে।


এছাড়া ওই ব্যক্তিকে কখন গ্রেফতার করা হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। তবে আইআরএনএ বলেছে, তার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের একটি আবেদন নাকচ করে দেয়া হয়েছিল।


স্থানীয় বালুচ জঙ্গিরা প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা ও বেশ কয়েকজন আহতের ঘটনার একদিন পর সিস্তান-বালুচেস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, পুলিশ স্টেশনে হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের জানাজা শনিবার (১৬ ডিসেম্বর) রাস্ক শহরে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদল গ্রুপের দুই সদস্যও নিহত হয়েছেন।


সম্প্রতি কাতার থেকে মোসাদের কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। দেশেটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, বন্দিবিনিময় নিয়ে আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ায় নেতানিয়াহুর নির্দেশে দোহায় থাকা মোসাদের সদস্যদের দেশে ফিরে আসার আদেশ দিয়েছেন মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া।


এসপিওনাজ জগতের সবচেয়ে ভয়ংকর সংস্থা হিসেবে পরিচিতি রয়েছে ইসরায়েলের মোসাদের। সংস্থাটি এত গোপনে কাজ করে যে, অনেক ইসরায়েলি পর্যন্ত জানে না যে এটির সদর দফতর আসলে কোথায়। গঠিত হওয়ার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ধর্ষ অভিযান চালিয়ে সবার ভয় আদায় করে নেয় মোসাদ। এ ছাড়া গুপ্তহত্যার জন্য বিশেষ কুখ্যাতি রয়েছে সংস্থাটির। প্রায়ই ইসরায়েলের স্বার্থবিরুদ্ধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা মোসাদের হাতে নিহত হওয়ার ঘটনা ঘটে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com