আবারও বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেললো জর্ডান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৮:১৯
আবারও বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেললো জর্ডান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান থেকে আবারও চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারের সহযোগিতায় সহায়তা প্রদানের এই কাজটি সম্পন্ন করে জর্ডানের সেনাবাহিনী। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহেও ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছিল জর্ডান।


জর্ডানের সামরিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল ও তুরস্কের আনাদোলু এজেন্সি।


প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার জর্ডানের সেনাবাহিনী (১২ নভেম্বর) জানিয়েছে গাজায় তাদের ফিল্ড হাসপাতালের জন্য চিকিৎসা সহায়তার আরেকটি চালান রয়্যাল এয়ার ফোর্সের একটি বিমান থেকে নিচে ফেলা হয়েছে।


সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো প্যারাসুট ব্যবহার করে এসব চিকিৎসা সরঞ্জাম গাজায় ফেলা হলো। গেলো সপ্তাহে একই পদ্ধতিতে গাজায় ত্রাণ সরবরাহ করেছিল জর্ডান।


দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রদানে ও হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারের সহযোগিতায় এই চিকিৎসা ত্রাণ সরবরাহ করা হয়েছে।


এর আগে গত ৭ অক্টোবর গাজার হামাস সরকার ইসরাইলে আক্রমণ চালালে ইসরাইলও গাজায় পাল্টা অভিযান শুরু করে। ইসরাইলের হামলায় গাজায় এরইমধ্যে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার অর্ধেকই শিশু।


ইসরাইলি আগ্রাসনের মুখে গাজায় দেখা দিয়েছে খাবার, পানি, বিদ্যুৎ ও ওষুধের সংকট।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com