গাজার ভূগর্ভস্থ ১৫০ স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ২০:৫১
গাজার ভূগর্ভস্থ ১৫০ স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজার উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ ১৫০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।


২৮ অক্টোবর, শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।


ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান হামলা চালানো স্থানগুলোর মধ্যে ‘হামলা চালাতে ব্যবহার করা বিভিন্ন সুড়ঙ্গ পথ, ভূগর্ভস্থ যুদ্ধের স্থান এবং ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে। এসব হামলায় অনেক হামাস যোদ্ধা নিহত হয়েছে।’


গাজা উপত্যকা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থানরত সাংবাদিকরা শনিবার গোলাবর্ষণ এবং বিমান হামলা অব্যাহত থাকার কথা জানান।


আলাদা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের এক অভিযানে হামাস বিমান হামলার প্রধান আসাম আবু রাকাবা নিহত হয়েছেন।


ওই বিবৃতিতে আরও বলা হয়, ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই হামলা তাদের মধ্যে যুদ্ধের সূচনা করে।


ইসরায়েলের দাবি, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের চালানো হামলায় কমপক্ষে ১,৫০০ জন নিহত হয়েছে। এছাড়া তারা ২২০ জনেরও বেশি লোককে জিম্মি করেছে।


এদিকে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় ৭ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক ও শিশু।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com