মিশরে হামলা চালিয়ে দুঃখ প্রকাশ করল ইসরাইল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১৬:১০
মিশরে হামলা চালিয়ে দুঃখ প্রকাশ করল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর হামলার জবাবে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। তবে এবার মিসরের সীমান্তবর্তী একটি চৌকিতে ‘ভুলবশত’ হামলা করে বসেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে এ হামলাকে ‘ভুলবশত’ দাবি করে দুঃখ প্রকাশও করেছে তেলআবিব। দোষ স্বীকার করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।


ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, রবিবার (২২ অক্টোবর) ইসরায়েলের ট্যাংক থেকে ছোড়া গোলা মিসরের সামরিক বাহিনীর একটি চৌকিতে আঘাত করে। গাজা সীমান্তের কাছে কেরেম শালোমে ছিল ওই সামরিক চৌকির অবস্থান। এতে বেশ কয়েকজন সীমান্তরক্ষী আহত হয় বলে জানিয়েছে কায়রো।


এ ঘটনার পরপরই দুঃখপ্রকাশ করে বিবৃতি দেয় ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, অনিচ্ছাকৃত ভুলেই আঘাত করা হয়েছে মিসরীয় অবস্থানে। দুঃখপ্রকাশও করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় তারা।


মূলত কেরেম শালোম বন্দর থেকেই বাণিজ্যিক পণ্য সরবরাহ হতো গাজায়। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন শুরুর পর থেকেই বন্ধ আছে সেটি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com