গাজার শিশুদের পায়ে নাম লিখে রাখছেন বাবা-মায়েরা
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ২০:১৫
গাজার শিশুদের পায়ে নাম লিখে রাখছেন বাবা-মায়েরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের বিমান হামলায় মারা যেতে পারেন নিজে, আবার মৃত্যু হতে পারে শিশু সন্তানেরও। যদি দুর্ভাগ্যবশত এ ধরনের কোনো ঘটনা ঘটে— সেক্ষেত্রে পরিচয় জানার জন্য বা তাদের শনাক্ত করার জন্য— নিজ সন্তানদের পায়ে নাম লিখে রাখছেন গাজা উপত্যকার অনেক বাবা-মা।


২২ অক্টোবর, রবিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন গাজায় সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিকরা।


গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, মৃত শিশুদের পায়ে তাদের নাম লেখা রয়েছে। শনিবার থেকে শুরু করে রোববার পর্যন্ত ওই এলাকায় টানা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।


ভিডিওতে আরও দেখা গেছে, চারটি শিশু যারা বিমান হামলায় নিহত হয়েছে, তাদের পায়ে আরবি অক্ষর দিয়ে তাদের নাম লেখা রয়েছে। নিহত ওই চার শিশুকে হাসপাতালের মর্গে রাখা স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে। ওই শিশুদের মা-বাবাও কি বিমান হামলায় নিহত হয়েছেন কিনা সে বিষয়টি নিশ্চিত নয়।


সিএনএন-এর সাংবাদিক জানিয়েছেন, গত কয়েকদিন ধরে শিশুদের পায়ে নাম লিখে রাখার ঘটনা বেশি চোখে পড়ছে। এছাড়া বিমান হামলার পরপরই গাজার হাসপাতালগুলোতে বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। হাসপাতালগুলো আহত-নিহত মানুষে ভরে গেছে।


সিএনএন-এর সাংবাদিকদের ধারণকৃত অপর একটি ভিডিওতে দেখা গেছে, আল আকসা হাসপাতালের করিডরের ফ্লোরে শিশুসহ আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


এছাড়া রোববার সকালে নতুন করে আরও আহত ও নিহত মানুষকে হাসপাতালে নিয়ে আসতে দেখা যায়।


সূত্র: সিএনএন


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com