ইসরায়েলি বিমান হামলায় হামাস কমান্ডার নিহত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৮:০৪
ইসরায়েলি বিমান হামলায় হামাস কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত তালাল আল হিন্দি হামাসের ফিল্ড কমান্ডার ছিলেন। হামলায় তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও নিহত হয়েছেন। হামাস-সংশ্লিষ্ট সাফা নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।


গতকাল শনিবার স্থানীয় সময় রাতে গাজা উপত্যকার কেন্দ্রে আল হিন্দির নিজ বাড়িতে এই বিমান হামলা চালানো হয়। আল হিন্দি হামাসের সামরিক শাখার ফিল্ড কমান্ডার ছিলেন।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, গতকাল রাতভর চালানো বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।


তিনি বলেন, আমরা গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছি। রাতভর চালানো হামলায় হামাসের রকেট বাহিনীর উপ-কমান্ডারসহ বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে।


আইডিএফ মুখপাত্র আরও বলেন, সেনাদের ওপর হুমকি কমাতে আমরা গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছি। রাজনৈতিক পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, আইডিএফের জন্য উপযুক্ত পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন আমরা যুদ্ধের পরবর্তী ধাপে যাব।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। গত ১৬ দিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনের বেশি। আহত হয়েছে সাড়ে ৪ হাজার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com