বেলজিয়ামে বন্দুক হামলায় ২ সুইডিশ নাগরিক নিহত
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১১:১৯
বেলজিয়ামে বন্দুক হামলায় ২ সুইডিশ নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর-পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় জড়িত বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।


স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারী।


এরপর নিজেকে ইসলামিক স্টেটের (আইএসআইএস) সদস্য দাবি করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ওই ব্যক্তি। ভিডিওতে হামলাকারী নিজেকে আবদেসালেম আল গুলানি বলে উল্লেখ করেছেন।


ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র এরিক ভ্যান দুইসে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করে পোস্ট করার পর একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত চলছে। হামলাকারী দাবি করেছেন যে, তিনি ইসলামিক স্টেটের কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়েছেন।


হামলায় আহত হওয়া ব্যক্তি একজন ট্যাক্সিচালক। তবে তার জখম প্রাণঘাতি নয় বলে জানায় প্রসিকিউটরের কার্যালয়।


অন্যদিকে হামলায় নিহত দুই ব্যক্তি যে সুইডিস নাগরিক তা নিশ্চিত করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রো। সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com