ওডেসায় রুশ হামলায় খাদ্য পরিবহনে ব্যবহৃত ৩০টি ট্রাক-গাড়ি ভস্মীভূত
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩
ওডেসায় রুশ হামলায় খাদ্য পরিবহনে ব্যবহৃত ৩০টি ট্রাক-গাড়ি ভস্মীভূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের ওডেসা বন্দর এলাকায় জোরালো সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইজমাইলি পোর্টে কয়েকদফা ড্রোন ও মিসাইল ছোঁড়া হয়। তাতে মারাত্মক আহত হন কমপক্ষে ২ জন।


ওডেসার গভর্নর ওলেহ কিপার জানান, রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তল্লাশি চৌকি ও একটি হিমাগার। তাছাড়া শস্য পরিবহনের জন্য ব্যবহৃত ৩০টি ট্রাক এবং গাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে অঞ্চলটি এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।


রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ‘খাদ্যের ঝুঁড়ি’ হিসেবে বিবেচিত ইউক্রেন থেকে শস্য রফতানি বন্ধ হয়ে যায়। বৈশ্বিক খাদ্য সংকট বিবেচনায় এগিয়ে আসে জাতিসংঘ এবং তুরস্ক। তাদের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে চালু হয় রফতানি প্রক্রিয়া। গত জুলাই মাসে সেই চুক্তি থেকেও বেরিয়ে যায় মস্কো।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com