দোনেৎস্কের আন্দ্রিভকা পুনর্দখলের দাবি ইউক্রেনের
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯
দোনেৎস্কের আন্দ্রিভকা পুনর্দখলের দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আংশিক দখলকৃত দোনেৎস্কের আন্দ্রিভকা গ্রাম পুনর্দখলের দাবি করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান তাদের সেনারা রুশ বাহিনীর ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।


১৫ সেপ্টেম্বর, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে জেনারেল স্টাফ বলেছেন, বাখমুতের দিকে, বোহদানিভকায় শত্রুরা আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ভেদ করার চেষ্টা থামিয়ে দেয়নি। তবে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, আক্রমণাত্মক অভিযানের সময় ক্লিসচিভকার দিকে আংশিক সফলতা পেয়েছে।


তিনি জানান, অভিযানের সময় তারা সফলতা পেয়েছে এবং আন্দ্রিভকা পুনর্দখল করেছে। এসময় শত্রুদের (রুশ বাহিনীর) যুদ্ধাস্ত্র এবং মানবশক্তির অনেক ক্ষয়ক্ষতি সাধন করেছে।


ফেসবুকে ইউক্রেনের জেনারেল স্টাফ আরো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২৫ বার লড়াই হয়েছে। শত্রুরা ২টি ক্ষেপণাস্ত্র এবং ৫৯ বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া আমাদের সেনা ও বেসামরিকদের ওপর ৫৬ বার গোলাবর্ষণ করেছে। এছাড়া গতকাল হামলাকারীরা ইউক্রেনে ২২টি শহীদ-১৩৬/১৩১ আত্মঘাতি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। যার মধ্যে ১৭টি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com