পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন প্রকাশ্যে আনল উত্তর কোরিয়া
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬
পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন প্রকাশ্যে আনল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন একটি সাবমেরিনের নামকরণের একটি অনুষ্ঠান করেছেন। পিয়ংইয়ং দাবি করেছে যে, এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।


রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটি চটজলদি দেশের পারমাণবিক প্রতিরোধকে শক্তিশালী করেছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।


উত্তর কোরিয়া যে ধরনের অস্ত্র তৈরি করতে চায়, সেই তালিকায় পারমাণবিক হামলাকারী সাবমেরিন দীর্ঘদিন ধরে রয়েছে।


রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং উন একটি শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, নৌ কর্মকর্তারা তার পাশে ভিড় করে আছেন। আরেক ছবিতে একটি কালো রঙের সাবমেরিন দেখা যায়, যেটি পারমাণবিক অস্ত্র চালু করতে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


কিম বহু বছর ধরে এই সাবমেরিন তৈরির জন্য কাজ করছেন। এটিকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়।


পানির নিচে সাবমেরিন শনাক্ত করা কঠিন। এর অর্থ হলো আক্রমণে পিয়ংইয়ংয়ের স্থলভাগের অস্ত্রগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর সমুদ্র থেকে শত্রুদের আক্রমণ করারও সুযোগ থাকবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com