বুরকিনা ফাসোতে বিদ্রোহী যোদ্ধাদের সংঘর্ষে নিহত ৫৩
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৭
বুরকিনা ফাসোতে বিদ্রোহী যোদ্ধাদের সংঘর্ষে নিহত ৫৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে নিহতদের মধ্যে সেনাসদস্যও রয়েছেন ১৭ জন ।


বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলে এক সংঘর্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই প্রাণহানির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


বুরকিনা ফাসোর উত্তরে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় গত সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি এলাকায় ১৭ জন সৈন্য এবং সেনাবাহিনীকে সহায়তাকারী ৩৬ জন স্বেচ্ছাসেবক নিহত হন।


সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা হামলায় বেশকিছু বিদ্রোহী নিহত এবং তাদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে ওই এলাকায় অভিযান এখনও চলছে।


২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলা করে চলেছে বুরকিনা ফাসো। দুই বছর আগে বিদ্রোহীদের হটিয়ে ওই শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।


এই বছর বুরকিনা ফাসোতে সহিংসতা বেড়েছে, জানাগেছে দেশের প্রায় অর্ধেকই সরকারি নিয়ন্ত্রণের বাইরে। যার কারণে ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ রয়েছেন অনাহারের দ্বারপ্রান্তে। প্রায় ২৩ মিলিয়ন জনসংখ্যার এই দেশটিতে গত বছর দুটি সামরিক অভ্যুত্থান হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com