নাবলুসে বোমা বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা আহত
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৯:১৪
নাবলুসে বোমা বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুস শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন পদস্থ কর্মকর্তা রয়েছেন।


হামলার দায় স্বীকার করে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, দখলদার সেনাদের বিরুদ্ধে নিখুঁতভাবে তারা এই হামলা চালিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।


বুধবার (৩০ আগস্ট) রাতে নাবলুস শহরের হযরত ইউসুফের (আ.) মাজারের কাছে এই ঘটনা ঘটে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর সেখান থেকে বিপুল পরিমাণে ধোঁয়া উড়ছে। ইসরাইলি বাহিনী স্বীকার করেছে, তাদের এক কর্মকর্তাসহ চার সেনা আহত হয়েছে।


বোমা বিস্ফোরণের পর গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধে আন্দোলন হামাসের অন্যতম মুখপত্র মুহাম্মদ হামাযা বলেছেন, দখলদার ইসরাইলি সেনাদের অব্যাহত হত্যাযজ্ঞ ও নিপীড়নের মুখে বুধবার সন্ধ্যায় যে বিস্ফোরণ হয়েছে তার মধ্য দিয়ে চরমপন্থী দখলদার সেনাদের জন্য এই বার্তা দেয়া।


তাদের জন্য ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও নিরাপদ নয়। ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো পথও তাদের সামনে খোলা নেই।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com