ভয়াবহ অগ্নিকাণ্ডে ফিলিপাইনে ১৬ জন নিহত
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৮:৩৭
ভয়াবহ অগ্নিকাণ্ডে ফিলিপাইনে ১৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিপাইনের রাজধানীতে বৃহস্পতিবার ভোররাতের আগ মুহূর্তে একটি বাড়িতে অগ্নিকান্ডে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। ফিলিপাইন সরকারের অগ্নি নির্বাপন সংস্থা এ কথা জানিয়েছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ৩১ আগস্ট, বৃহস্পতিবার ভোরের দিকে ম্যানিলার ওই ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। ভবনটির কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন।


দেশটির অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন।


ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।


২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com