ইরান দিয়ে সৌদি আরব যাচ্ছে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১৬:০১
ইরান দিয়ে সৌদি আরব যাচ্ছে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরব যাওয়ার পথে বাণিজ্যিক পণ্যবাহী প্রথম রুশ ট্রেন ইরানে পৌঁছেছে। ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, প্রথমবারের মতো এ ধরনের ট্রেন ইরানি ভূখণ্ডে প্রবেশ করল।


২৯ আগস্ট, মঙ্গলবার মিডল ইস্ট মনিটর প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, ট্রানজিট কার্গোটি শনিবার তুর্কমেনিস্তান-সংলগ্ন ইনচেহ-বরুন সীমান্ত-ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করে। এটি এখন বন্দর আব্বাসে যাচ্ছে। সেখান থেকে এটি সৌদি আরব যাবে।


গুলিস্তান প্রদেশের কাস্টমস মহাপরিচালক শাহরিয়ার শাহরিয়ারির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ট্রেনটিতে ৩৬টি কনটেইনার রয়েছে। এটি ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)-এর অংশ হিসেবে এই পথ অতিক্রম করেছে। তিনি বলেন, এই রুটটি পণ্য সরবরাহে কয়েক দিন বাঁচাবে। আর এতে কাস্টমস টেরিফ অর্ধেকে নেমে আসবে।


রুশ স্পুনটিক সংবাদ সংস্থা জানায়, ট্রেনটি রাশিয়ার চেলিবিনক্স থেকে যাত্রা করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরান হয়ে নথ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে পথ অতিক্রম করে।


রিয়াদে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মধ্য ফেব্রুয়ারিতে এক সাক্ষাতকারে বলেন, তার দেশ সৌদি আরবের সাথে বাণিজ্য বিনিময় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। বর্তমানে তা ১.৬ বিলিয়ন ডলারে রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com