সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের ১৭ সেনা নিহত
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১৬:৩৪
সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের ১৭ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৭ নাইজার সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।


মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, নাইজারের সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি এবং তোরোদি অঞ্চলের মধ্যে চলার সময় কাউটুগৌ শহরের কাছে (টোরোডি থেকে ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে) উগ্রবাদী হামলার শিকার হয়েছিল।’


নাইজার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘হামলায় আরও ২০ সৈন্য আহত হয়েছেন। তাদের সবাইকে রাজধানী নিয়ামেতে সরিয়ে নেওয়া হয়েছে।


দেশটির এক সেনা সদস্য বলেন, তাদের ফেরার পথে ১০০ জনের বেশি সন্ত্রাসী তাদের অনুসরণ করছিল।


গত দশকে একটি সীমান্ত এলাকা যেখানে মধ্য মালি, উত্তর বুরকিনা ফাসো ও পশ্চিম নাইজার একত্রিত হয়েছে, সেটা আল-কায়েদা এবং আইএসআইএল-এর সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এ সীমান্ত এলাকাটি সাহেল অঞ্চল নামে পরিচিত।


২০২০ সাল থেকে এ অঞ্চলে প্রচুর সংঘাত ও রক্তপাত হওয়ার কারণে মালি, বুরকিনা ফাসো ও নাইজারে সামরিক অভ্যুত্থান হয় বলে মনে করা হচ্ছে। এর মধ্যে গত ২৬ জুলাই নাইজারের সেনাবাহিনী তাদের প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতাচ্যুত করে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com