জেলেনস্কির প্রস্তাবিত শান্তি চুক্তি অসম্ভব: রাশিয়া
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৭:৩২
জেলেনস্কির প্রস্তাবিত শান্তি চুক্তি অসম্ভব: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত দশ দফার ভিত্তিতে কিয়েভের সঙ্গে শান্তি চুক্তি অসম্ভব। সোমবার (৭ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই মন্তব্য করেন।


মারিয়া জাখারোভা বলেছেন, জেলেনস্কির প্রস্তাবে যে দশ দফার কথা বলা হয়েছে, তার কোনোটির লক্ষ্যই আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান খুঁজে বের করা নয়। বরং এর মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার প্রতি অনর্থক কিছু আলটিমেটাম দেয়া, যাতে কেবল শত্রুতাই বাড়বে। এমন প্রস্তাবের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান কার্যত অসম্ভব।


ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো অপর দেশগুলোর দেয়া শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে উল্লেখ করে মারিয়া আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ভিন্নমতের বিরুদ্ধে এক ধরনের লড়াই চলছে। কারসাজির মাধ্যমে সংঘাত মীমাংসার প্রচলিত ধারণাগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এসময় গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যস্থতা এবং মানবিক উদ্যোগের প্রশংসা করেন রুশ মুখপাত্র বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনার দিকে মস্কো নজর রেখেছে।


উল্লেখ্য, গত শনি ও রবিবার সৌদি আরবে ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা জেলেনস্কির প্রস্তাবিত দশ দফা নিয়ে আলোচনা করেন। তবে এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। আলোচনার অগ্রগতিতে ইউক্রেন ও পশ্চিমারা সন্তুষ্টি প্রকাশ করেছে। আয়োজক সৌদি আরব সম্মেলনের সমাপ্তিতে এক বিবৃতিতে জানিয়েছে, অংশগ্রহণকারীরা আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন।


ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির স্টাফ-প্রধান আন্দ্রেই ইয়ারমাক জেদ্দায় অনুষ্ঠিত আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মস্কো এই বৈঠককে কিয়েভের সমর্থনে উন্নয়নশীল বিশ্বকে (গ্লোবাল সাউথ) প্রভাবিত করার লক্ষ্যে একটি ধ্বংসাত্মক প্রচেষ্টা বলে অভিহিত করেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com