সরবরাহ কমায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ২০:৪৯
সরবরাহ কমায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ববাজারে তেলের দাম গত সোমবার তিন মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যের কাছাকাছি ওঠে এবং ২০২২ সালের জানুয়ারির পর মাসিক ভিত্তিতে সর্বোচ্চ চূড়ার ওঠার সম্ভাবনা রয়েছে। সরবরাহ কমার কারণে তেলের দাম বেড়েছে এবং চলতি বছরে এর চাহিদা বাড়তে থাকবে।


আজ সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক শূন্য ২ বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮৫ দশমিক ৬৬ ডলারে। এই দাম সেপ্টেম্বরের জন্য, তবে ডব্লিউটিআই ক্রুডের দাম কিছুটা কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫৬ ডলারে।


চলতি বছর ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দাম ছিল ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩১ ডলার, গত ৮ মার্চ তেলের দাম এ পর্যায়ে উঠেছিল।


বিশ্লেষকরা বলছেন, তেলের দাম ২০২৩ সালের সর্বোচ্চ পর্যায়ে উঠতে যাচ্ছে। এ সপ্তাহে ওপেকের বৈঠকে সৌদি আরব তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়াতে পারে, সে কারণেই মনে হচ্ছে, তেলের দাম বছরের চূড়ায় উঠতে যাচ্ছে।


দাম বাড়াতে তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেক কয়েক মাস ধরে উৎপাদন কমাচ্ছে। এর মধ্যে সৌদি আরব ওপেকের সিদ্ধান্তের বাইরেও তারা দিনে ১ মিলিয়ন বা ১০ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করছে। আগস্ট পর্যন্ত তাদের তেলের উৎপাদন হ্রাস করার কথা ছিল। তবে আগামী শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকে তারা সম্ভবত এই সিদ্ধান্তের মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রসারিত করতে চায়।


রয়টার্সের এক জরিপে দেখা গেছে, সৌদি আরব ১০ লাখের পরিবর্তে ৮ লাখ ৬০ হাজার ব্যারেল পর্যন্ত উৎপাদন কমিয়েছে। ওপেকের সামগ্রিক উৎপাদন ৮ লাখ ৪০ হাজার ব্যারেল পর্যন্ত কমেছে।


গত জুনে ওপেক, রাশিয়াসহ সহযোগী দেশগুলো সিদ্ধান্ত নেয়, ২০২৪ সাল পর্যন্ত তেলের উৎপাদন হ্রাস করা হবে। তখন সৌদি আরব গত জুলাই পর্যন্ত নিজে থেকেই আরও ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেয়। এরপর ৩ জুলাইয়ের বৈঠকে তারা এটি আগস্ট পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।


যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, গত মে মাসে দেশটির তেলের চাহিদা দৈনিক ২ কোটি ৭ লাখ ব্যারেলে ওঠে, ২০১৯ সালের আগস্টের পর যা সর্বোচ্চ।


ওয়ানডা বিশ্লেষক এডওয়ার্ড ময়া বলেন, ক্রড তেল উৎপাদনে দারুন মাস পার করেছে তেল উৎপাদক দেশগুলো। কারও সন্দেহ নেই যে, ওপেক মার্কেটে আধিপত্য বজায় রাখতে কাজ করে যাবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com