বিশ্বে করোনায় একদিনে ২৭ জনের মৃত্যু
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১০:১৭
বিশ্বে করোনায় একদিনে ২৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪৩ জন। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৮৭ জন।


শুক্রবার (২১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।


এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৩৭ জন।


এ ছাড়া ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। গুয়েতেমালায় আক্রান্ত হয়েছে ৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।


বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৯৫৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ১ হাজার ৬৪৬ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭৫৮ জন।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com