রাশিয়ার বাইরে যাচ্ছেন পুতিন, গ্রেফতারের শঙ্কা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ২০:২৯
রাশিয়ার বাইরে যাচ্ছেন পুতিন, গ্রেফতারের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোহানেসবার্গ সফরে থাকাকালীন তাকে গ্রেফতার করার যেকোনও প্রচেষ্টা মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে।


১৯ জুলাই, বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে আরো বলা হয়, আগামী মাসে জোহানেসবার্গে ব্রিকসভুক্ত সদস্য দেশগুলোর জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে, যেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন ভ্লাদিমির পুতিন।


জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পুতিনকে গ্রেফতারে বাধ্য করতে আদালতের শরণাপন্ন হয়েছে।


এ বিষয়ে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, রাশিয়া স্পষ্ট করে বলেছে তাদের বর্তমান প্রেসিডেন্টকে গ্রেফতার করা হবে যুদ্ধ ঘোষণা, যা আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।


আইন বিশেষজ্ঞরা বলছেন, পুতিন যদি রাশিয়ার মাটি ছেড়ে অন্যত্র যান, তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে। আর দক্ষিণ আফ্রিকা আইসিসি স্বাক্ষরকারী দেশগুলোর একটি। তাই দেশটির উচিত পুতিনকে গ্রেফতারে সহায়তা করা।


যদিও দেশটি অতীতে সেই বাধ্যবাধকতা মানতে অস্বীকার করেছে। এর আগে ২০১৫ সালে যুদ্ধাপরাধে অভিযুক্ত সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আটকে অনীহা প্রকাশ করেছিল দক্ষিণ আফ্রিকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com